সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চাটখিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ 

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 

চাটখিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ 

নোয়াখালী চাটখিল উপজেলা ও পৌর  বিএনপির উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে জাতীয় বিপ্লব ও  সংহতি দিবস উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে। 

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. আবু হানিফের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আহসানুল হক মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন,  সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন। 

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম বিএসসি,  জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভা সাবেক মেয়র মোস্তফা কামাল। 

সমাবেশে আরও বক্তব্য দেন চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান রানা, সাবেকি ইউপি চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী ভুট্টো, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর প্রমুখ।

টিএইচ